মাদরাসার ইতিহাস

 

১৯৭৩ ইংরেজী সনে ৪ মার্চ পাচঁলাইশ হাজীপাড়ার মরহুম আব্দুল মাবুদ মাষ্টারের প্রথম পুত্র হযরাতুলহাজ্ব মাওলানা খায়রুল বশর হক্কানী পৈত্রিক সম্পত্ত্বির উপর ০৪(চার) জন ছাত্র নিয়ে একটি এতিমখানা আরম্ভ করেন। প্রতিষ্ঠানের নাম করণ : শুরু থেকেই আল্লামা হক্কানী সাহেব পরিকল্পনা করেছিল এই প্রতিষ্ঠানকে একটি বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন । তাই তিনি এই প্রতিষ্ঠানের নাম করণ করেছেন নির্দিষ্ট কাহারো কোন ব্যাক্তি নামে নয় । বিশ্বের সমস্ত আউলিয়াকিরাম দের স্মরনে আন্জুমানে আশেকানে আউলিয়া এডুকেশনাল কমপ্লেক্স, যাহা বর্তমানে আশেকানে আউলিয়া নামে খ্যাতি লাভ করেন। তিনি একজন প্রকৃত নবী প্রেমিক এবং অলী প্রেমিক তাই তিনি অত্র প্রতিষ্ঠানের নামকরণে আশেকানে আউলিয়া হিসেবে নামরাখেন। যার ফল শ্রুতিতে এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতির শিখরে আরোহন করছেন।