Message of Principal

Mohammad Reduanul Hoque
আল্হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্সালাতু ওয়াসসালামু আলা আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। সর্ব প্রথম আমি আল্লাহর দরবারে অসংখ্যা শুকরিয়া আদায় করছি। যিনি দয়াময় রাব্বুল আলামিন আমাকে এই প্রতিষ্ঠানের সেবা করার তৌফিক দিয়েছেন। অসংখ্যা দরুদ ও সালাম জানাই যার উছিলায় আল্লাহতা লা এই পৃথিবী সৃষ্টি করেছেন হায়াতুন নবী, নূরের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ) এর উপর। এবং শোকরিয়া জ্ঞাপন করছি যিনি অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠান কে প্রথম শ্রেণী থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত উন্নিত করেছেন বার আউলিয়ার পূণ্য ভূমি নামে খ্যাত চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একজন শিক্ষা বিদ পীরে তরীকত হযরাতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ খায়রুল বশর হক্কানী । এবং আরো স্মরণ করছি এই প্রতিষ্ঠান প্রতিষ্টালগ্নে যারা সাহার্য্য সহযোগীতা করেছেন।